বিশেষ প্রতিনিধি:
দৈনিক নতুন দিগন্ত পত্রিকার বিশেষ প্রতিনিধি ও ভারতীয় স্যাটেলাইট চ্যানেল “এক্সপ্রেস নিউজ” এর বাংলাদেশ ব্যাুরো মোঃ শিফাত মাহমুদ ফাহিম ও তার পরিবারকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হয়, বর্তমান সময়ের অতি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে।
তথ্য ও অনুসন্ধানে জানাযায় Md Anamul নামের এই আইডি থেকে সাংবাদিক শিফাত মাহমুদ ফাহিম এর ছবি ব্যবহার করে উনার ও উনার পরিবারের বিরুদ্ধে মিথ্যা কুরুচি সম্পূর্ণ লেখালেখি করা হয় উক্ত এই ফেসবুক আইডি থেকে গত ২৭।০।২০২০ ইং রোজ সোমবার।
খোঁজ নিয়ে জানাযায়, অপপ্রচারকারী পুরো নাম ঠিকানা। আত্রাই উপজেলার নিকটবর্তী ভরতেঁতুলিয়া গ্রামের মৃত্যু আবুল প্রামাণিকের তৃতীয় নাম্বার ছেলে মোঃ এনামুল প্রমাণিক (৩৫)। সেই নিজে তার ফেসবুক আইডি থেকে এসব কুরুচি সম্পূর্ণ লেখালেখি করে।
ফেসবুকে মিথ্যা অপপ্রচার ও কুরুচি সম্পূর্ণ লেখালেখি করার জন্য সাংবাদিক শিফাত মাহমুদ ফাহিম বাদী হয়ে উকিলের মাধ্যমে মিথ্যা অপপ্রচারকারী এনামুলের বিরুদ্ধে ঢাকা সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন।